ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৯৬তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।  

সভায় ২০১৬ সালে ব্যাংকের আর্থিক অবস্থান পর্যালোচনা করা হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন- পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ এমপি, মো. নজরুল ইসলাম স্বপন, অঞ্জন কুমার সাহা, মো. নূরুল আমিন ফারুক, মো. শহীদুল্লাহ, মেজর অব. খন্দকার নূরুল আফছার, লে. কর্নেল অব. সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), খন্দকার মোহাম্মদ সাইফুল আলম, রঞ্জন চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।