ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

আইসিসি বাংলাদেশকে আল-আরাফাহ্’র আর্থিক সহায়তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
আইসিসি বাংলাদেশকে আল-আরাফাহ্’র আর্থিক সহায়তা

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর নিজস্ব অফিস ক্রয়ে সহায়তার অংশ হিসেবে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

ব্যাংকের কর্পোরেট সামাজক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় এ অর্থ দেওয়া হয়েছে।  

বুধবার (১৯ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ (লাবু) আইসিসি বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের কাছে এ সংক্রান্ত চেক হস্তান্তর করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশ- এর সেক্রেটারি জেনারেল আতাউর রহমান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. হাবীব উল্লাহ এবং ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।