বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তোফায়েল আহমেদ বলেন, হঠাৎ করেই দেশে অস্থিতিশীল হয়ে উঠেছে ডলারের বাজার।
তিনি বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ব্যাংক কিছু পদক্ষেপ নিয়েছে। এরইমধ্যে ডলাদের দাম ৮৪ টাকা থেকে কমে ৮২ টাকায় নেমে এসেছে। দ্রুতই ডলারের মূল্য স্বাভাবিক পর্যায়ে আসবে এবং ৮০ টাকার নিচে নেমে আসবে বলে আশা করছি।
এদিকে রোজার মাসে জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেজন্য বাজার স্বাভাবিক রাখতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, রোজার মাসে চাহিদার চেয়ে বেশি আমদানি করা হবে। এতে বাজারমূল্য স্বাভাবিক থাকবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রি করা হবে। সরকার থেকে ভর্তুকি দেওয়া হবে। এর ফলে বাজার স্বাভাবিক থাকবে।
সাংবাদিকদের সঙ্গে তোফায়েল আহমেদের কথা বলার আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্র্যান ভ্যান খোয়ার। এ বৈঠক সম্পর্কে তোফায়েল আহমদ বলেন, আমরা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশই যুদ্ধ করে, রক্ত দিয়ে স্বাধীন হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে বাংলাদেশ তাদের সমর্থন করেছিলো।
তিনি বলেন, চলতি বছর ভিয়েতনামে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। এই যৌথ কমিশনের বৈঠকে বাণিজ্যমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবো। এই বৈঠকে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল আমার সঙ্গে যাবে। এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভিয়েতনাম রফতানি খাতে বাংলাদেশ থেকে এগিয়ে আছে। বৈঠকে ভিয়েতনামকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে বলেছি।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘন্টা, এপ্রিল ২৭, ২০১৭ (আপডেট সময়: ১৫০০ ঘণ্টা)
এসকে/জিপি/এইচএ