ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, মে ৬, ২০১৭
ইসলামী ব্যাংকের সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ইসলামী ব্যাংকের সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান (ছবি: সংগৃহিত)

ঢাকা: ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি আয়োজিত দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ মে) ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান। পরে ব্যাংকের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সাদেক ভূঁইয়া এবং মু. শামসুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. অমিনুর রহমান।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় ব্যাংকের প্রধান কার্যালয় ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি’র ৭৫ জন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানসহ মোট ১২২ জন অংশ নেন। ভিন্ন ভিন্ন ১৩টি গ্রুপে প্রতিযোগীদের মধ্যে মোট ১১৭ টি পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০৬, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।