ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

প্রধানমন্ত্রীকে ইবিএল এর ৪ কোটি টাকার চেক হস্তান্তর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৭
প্রধানমন্ত্রীকে ইবিএল এর ৪ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন ইবিএল চেয়ারম্যান ও পরিচালক

ঢাকা: ইস্টার্ন ব্যাংক লিমিটেড চেয়ারম্যান এম. গাজীউল হক ও পরিচালক মির নাসির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৪ কোটি টাকার অনুদান চেক হস্তান্তর করেছেন।

সোমবার (১৫ মে) গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর হাতে এ চেক তুলে দেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাফিয়ার রহমানও উপস্থিত ছিলেন।



ব্যাংকের সিএসআর তৎপরতার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও সূচনা ফাউন্ডেশনে এ অনুদান দেওয়া হয়।

এম গাজীউল হক এমজিএইচ গ্রুপেরও চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।