ঢাকা, মঙ্গলবার, ৩০ আশ্বিন ১৪৩১, ১৫ অক্টোবর ২০২৪, ১১ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

এনআরবি গ্লোবাল ব্যাংকে ডিএমডি শামসুল ইসলাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ২১, ২০১৭
এনআরবি গ্লোবাল ব্যাংকে ডিএমডি শামসুল ইসলাম

ঢাকা: এনআরবি গ্লোবাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা (ডিএমডি) পরিচালক হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শামসুল ইসলাম।

সম্প্রতি তিনি নতুন দায়িত্বে কাজ শুরু করেন। এর আগে তিনি এবি ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই ব্যাংকার ১৯৮৯ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় ব্যবস্থাপক এবং পরবর্তীতে প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

শামসুল ইসলাম ১৯৬৩ সালে কক্সবাজারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া আইবিবি থেকে সফলতার সঙ্গে ব্যাংকিং ডিপ্লোমা সম্পন্ন করেন। শুধু তাই নয়, তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালাসহ নানান সেমিনার আর সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।