ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৭
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

ঢাকা: অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে চতুর্থ প্রজন্মের বেসরকারি খাতের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (০৬ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ঋণ সংক্রান্ত অনিয়ম এবং দায়িত্বে পালনে ব্যর্থতার কারণে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

আগামী দুই বছর তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এমডি-উপদেষ্টা অথবা পরামর্শক হতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৭
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।