ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

জীবননগরে এসবিএসি ব্যাংকের ৬৩তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জীবননগরে এসবিএসি ব্যাংকের ৬৩তম শাখা

চুয়াডাঙ্গার জীবননগরে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৬৩তম শাখা উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৩ ডিসেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে এতে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, ব্যাংকের এএমডি মোস্তফা জালাল উদ্দিন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।