সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২০১৭-১৮ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি ঘোষণা করা হয়। ঘোষণাপত্র পাঠ করার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন গর্ভনর।
নতুন ব্যাংক প্রসঙ্গে ফজলে কবির বলেন, সামনে পরিচালনা কমিটির সভা হবে। সেই সভায় নতুন ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক পরিচালনা কমিটি। নতুন ব্যাংক অনুমোদনের সুযোগ রয়েছে। গত বছর একটি ব্যাংকে (দ্য ফারমার্স ব্যাংক লিমিটেড) মূলধন ফল্ট করেছিলো। কিছু কিছু ব্যাংক দেউলিয়া হয়েছিলো। পরে ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন করা হয়েছে। এখন এসব ব্যাংকের অবস্থা ভালো। ব্যাংকের স্বার্থে মালিকানা পরিবর্তন হতেই পারে। দুই একটা ব্যাংকের অবস্থা খারাপ হলে যে নতুন ব্যাংক আসবে না বিষয়টা এমন নয়।
প্রস্তাবিত নতুন ব্যাংকগুলো হলো: পিপলস ইসলামী ব্যাংক। এই ব্যাংকের নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ কাশেম। প্রস্তাবিত আরেকটি ব্যাংক হলো- বেঙ্গল ব্যাংক। এটির নেতৃত্বে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোর্শেদ আলম। এছাড়া পুলিশ বাহিনীর জন্য আলাদা পুলিশ ব্যাংক হচ্ছে। এর মধ্যে দুটি ব্যাংক অনুমোদন দেওয়ার আভাস দিয়েছেন গর্ভনর।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমআইএস/এমজেএফ