ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

এনআরবিসি ব্যাংকের এমডি হলেন খন্দকার মাকসুদ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৮
এনআরবিসি ব্যাংকের এমডি হলেন খন্দকার মাকসুদ

ঢাকা: এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন ব্যাংকিং খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের অধিকারী খন্দকার রাশেদ মাকসুদ।

বুধবার (০৪ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার (০৩ এপ্রিল) গঠনমূলক যুগোপযোগী পরিবর্তন করে নেতৃস্থানীয় ব্যাংকে পরিণত করতে তিনি এনআরবিসি’তে যোগ দেন।

ইতোপূর্বে তিনি সিটি ব্যাংক এন-এ বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসারের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ইন্দোনেশিয়াতে  ওই ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর (গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেস) হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে-বিদেশে ব্যাংক ও আর্থিক খাতে ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন খন্দকার মাকসুদ ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করার পর আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ঢাকায় যোগ দিয়ে তার কর্মজীবন শুরু করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।