ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

প্রাইম ব্যাংকের নেতৃত্বে ‘হাশেম রাইস মিলস’ প্রকল্পে ঋণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
প্রাইম ব্যাংকের নেতৃত্বে ‘হাশেম রাইস মিলস’ প্রকল্পে ঋণ

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেড এর নেতৃত্বে সজীব গ্রুপের অধীন ‘হাশেম রাইস মিলস লি.’ এর অনুকূলে ১.৪৪ বিলিয়ন টাকার একটি সিন্ডিকেটেড ঋণ চুক্তি সম্প্রতি রাজধানীর একটি হোটেলে স্বাক্ষরিত হয়েছে।

প্রাইম ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক এবং সাবিনকো এ প্রকল্পে অর্থায়ন করছে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আব্দুল হালিম চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারুক মঈনউদ্দীন, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান, ব্যাংক এশিয়ার এসইভিপি শাফিউজ্জামান, সাবিনকো’র উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ এহসানুল করিম এবং হাশেম রাইস মিলস লি. এর চেয়ারম্যান মো. আবুল হাশেম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণ চুক্তি স্বাক্ষর করেন।

 

এ সময় অন্যদের মধ্যে হাশেম রাইস মিলস লি. এর ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাশেম, সজীব গ্রুপের সিএফও রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।