ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সাউথইস্ট ব্যাংকের সভায় ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
সাউথইস্ট ব্যাংকের সভায় ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা সাধারণ সভায় অতিথিরা।

ঢাকা: সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারহোল্ডারদের সর্বসম্মত ভোটে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ বণ্টন ও ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো অনুমোদিত হয়।

শনিবার (৩০ জুন) সকাল ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন শেয়ারহোল্ডারদের স্বাগত জানান এবং ২০১৭ সালে ব্যাংকের পরিচালন ফলাফল, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দক্ষতা ও মুনাফা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত কর্মসূচির ওপর আলোকপাত করেন।

এতে চেয়ারম্যান আলমগীর কবির তার বক্তব্যে ব্যাংকের উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য পরিচালক এবং শেয়ারহোল্ডারদের প্রশংসা করেন। তিনি ব্যাংকের পরিচালন দক্ষতার মান ও মুনাফা বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের উত্থাপিত সুচিন্তিত ও গঠনমূলক পরামর্শসমূহ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।