ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

সোয়াককে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
সোয়াককে মার্কেন্টাইল ব্যাংকের অনুদান অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান।

ঢাকা: অটিস্টিক শিশুদের উন্নয়নে প্রতিষ্ঠিত সংগঠন সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনকে (সোয়াক) ১০ লাখ টাকা অনুদান দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

বুধবার (০৮ আগস্ট) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান একেএম সাহিদ রেজা সোয়াক’র চেয়ারপারসন সূবর্ণা চাকমার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপ ব্যবস্থাপনা পরিচালক জিডব্লিউএম মোর্তজা, জাকির হোসাইন ও আদিল রায়হান, এসইভিপি ও সিএফও ড. নুরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।