ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের জাতীয় শোকদিবস পালন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
ইসলামী ব্যাংকের জাতীয় শোকদিবস পালন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়।

বুধবার (১৫ আগস্ট) সকালে ব্যাংকের পক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, ডিরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহিদুল আলম ও সৈয়দ আবু আসাদ এবং ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া শোকদিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের ৩৩৮টি শাখা এবং ১৬টি জোন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।