ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

মার্কেন্টাইল ব্যাংক-মেডিনোভা মেডিকেল চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
মার্কেন্টাইল ব্যাংক-মেডিনোভা মেডিকেল চুক্তি সই

ঢাকা: বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক ও মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা চুক্তি সই হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমানের উপস্থিতিতে ব্যাংকের এসইভিপি ও এইচআরডি হেড মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মেডিনোভা মেডিকেলের নির্বাহী পরিচালক শফিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন ও আদিল রায়হানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।