ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

খেলাপি কৃষি ঋণের সিআইবি রিপোর্ট কর‍ার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৮
খেলাপি কৃষি ঋণের সিআইবি রিপোর্ট কর‍ার নির্দেশ

ঢাকা: সব ধরনের কৃষি ঋণ খেলাপি হওয়ার পর বাংলাদেশ ব্যাংক ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) রিপোর্ট করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
 

সোমবার (০৩ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, ‘সিআইবি রিপোর্টিং ও সিআইবি ইনকোয়ারি’ সিদ্ধান্ত অনুযায়ী ১ টাকা থেকে যেকোনো অংকের সব বকেয়া শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবিতে রিপোর্ট করতে হবে।

তবে নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহের প্রয়োজন হবে না। খেলাপি ঋণগ্রহীতা যাতে কৃষি ঋণ না পান সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংককে নিশ্চিত হতে হবে’।
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৮
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।