সোমবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের প্রতিযোগিতা ব্যাংকটির দ্বিতীয় আয়োজন।
৫ থেকে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। পাঁচটি ধাপে প্রতিযোগীদের মান যাচাইয়ের মাধ্যমে শীর্ষ পাঁচ মেধাবী ব্যাংকারকে নির্বাচিত করা হবে। তাদের প্রত্যেককে দুই লাখ নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
রেজিস্ট্রেশনকৃত প্রতিযোগীদের মধ্য থেকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অর্জন, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে ১০০০ জনকে এমসিকিইউ পরীক্ষার আমন্ত্রণ জানানো হবে। নির্বাচিত ১০০ জন থেকে লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে পাঁচ ব্যাংকারকে। দেশের শীর্ষ ও অভিজ্ঞ ব্যাংকারদের মাধ্যমে জুরি বোর্ড গঠন করে স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সফলতার সঙ্গে সব ধাপ উত্তীর্ণ পাঁচ ব্যাংকারকে জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
পিআর/এএটি