বৃহস্পতিবার (৪ অক্টোবর) শাখা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) সম্মেলনে যোগ দেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন বলেন, ইসলামী ব্যাংক পল্লী অঞ্চলের সহায় সম্বলহীন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনিয়োগ দেওয়া ও তাদের স্বাবলম্বী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প দেশের ২২ হাজার গ্রামে বিস্তৃত যার সদস্য সংখ্যা সাড়ে ১১ লাখ।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের কর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার কারণে ইসলামী দেশের শীর্ষ ব্যাংক এবং বিশ্বের সেরা এক হাজার ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে। তিনি আরও নিবেদিত হয়ে কাজ করার জন্য ব্যাংকের সবার প্রতি আহ্বান জানান।
ব্যাংকের রাজশাহী জোন প্রধান মো. কাওছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাবনা শাখার ব্যবস্থাপক মো. খলিলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ ও ডা. জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এসই/আরআইএস/