ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

মোংলায় এক্সিম ব্যাংকের ১২৬ তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
মোংলায় এক্সিম ব্যাংকের ১২৬ তম শাখা উদ্বোধন এক্সিম ব্যাংকের ১২৬ তম শাখা উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

ঢাকা: বাগেরহাটের মোংলায় এক্সিম ব্যাংকের ১২৬ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এক্সিম ব্যাংকের ১২৬ তম শাখাটি উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।