ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

রূপালী ব্যাংক একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
রূপালী ব্যাংক একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। 

ঢাকা: রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে সাত দিনব্যাপী ‘ইফেকটিভ অপারেশনস অব অডিট অ্যান্ড ইন্সপেকশন’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (৮ ফেব্রুয়ারি) রূপালী ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ব্যাংকের অডিট অ্যান্ড ইন্সপেকশন, মনিটরিং ও কমপ্লায়েন্স বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান ব্যাংকের ডিএমডি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ব্যাংকের অডিট ইন্সপেকশনসহ সংশ্লিস্ট বিভাগগুলোর কর্মকর্তাদের দক্ষতা বাড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল সালমা বানু ও ডিজিএম সাফায়েত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।