ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ব্যাংকিং

ফের পিসিআইডিএসএস সনদ অর্জন ইউসিবির

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ফের পিসিআইডিএসএস সনদ অর্জন ইউসিবির .

ঢাকা: পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআইডিএসএস) সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী দ্বিতীয় বারের মতো সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইউসিবি ব্যাংক থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পিসিআইডিএসএস সার্টিফিকেশনের চাহিদা অনুযায়ী দ্বিতীয় বারের মতো সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

এ সনদ অর্জনের পর কেক কেটে অনুষ্ঠান উদযাপন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, কন্ট্রোলকেস এলএলসির প্রেসিডেন্ট সুরেশ দাদলানি, হেড অব অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন মোহাম্মদ জিয়াউল্লাহ খান, ইউসিবির হেড অব ইনফরমেশন টেকনোলজি এ ওয়াই এম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা।

এর আগে, ২০১৯ সালে প্রথম বার পিসিআইডিএসএস সনদ অর্জন করে ইউসিবি।

ভিসা, মাস্টার কার্ড, জেসিবি, ডিসকভারি সেবা দেওয়া প্রতিষ্ঠান যারা কার্ড গ্রহীতার তথ্য বা সংবেদনশীল তথ্যের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও দেওয়া-নেওয়া সর্ব্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করে তাদের দ্বারা গৃহীত একটি বৈশ্বিকভাবে স্বীকৃত কার্ড তথ্য নিরাপত্তা ব্যবস্থাপনা হলো পিসিআইডিএসএস।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।