ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

দাগনভূঁইয়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
দাগনভূঁইয়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের সম্মানিত পরিচালক লকিয়ত উল্লাহসহ অন্যরা।

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আয়েশা মার্কেট, জিরোপয়েন্টে, দাগনভূঁইয়া ও ফেনীতে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

রোববার  (৮ মার্চ) প্রধান অতিথি হিসেবে দাগনভূঁইয়া উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক লকিয়ত উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইন্টারন্যাশনাল বিভাগের প্রধান কবির আহমেদ, রিটেইল ব্যাংকিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস বিভাগের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন, ফেনী শাখার ব্যবস্থাপক কাজী মোহাম্মদ জিয়াউল করিম, দাগনভূঁইয়া উপশাখার মাহুবুজ্জামান ভূঁইয়াসহ সম্মানিত গ্রাহকরা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা।

এছাড়া এসব সেবা একসঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া গ্রাহক সহজেই তার অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোনো বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।