ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

বগুড়ায় এসআইবিএলের উপশহর উপশাখার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
বগুড়ায় এসআইবিএলের উপশহর উপশাখার উদ্বোধন এসআইবিএলের উপশাখার উদ্বোধন করা হচ্ছে।

ঢাকা: বগুড়ায় উপশহরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উপশাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ওই শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের ব্র্যাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং বিভাগের প্রধান মো. আব্দুল মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রাশেদুর রহমান রাশেদ, পাওয়াং সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুব আলম, কেমব্রিজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের  ব্যবস্থাপনা পরিচালক আকতারুল ইসলাম আকতার, বগুড়া শাখার ব্যবস্থাপক এ এম বেলালুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

  

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।