ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

ওয়ান ব্যাংকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ওয়ান ব্যাংকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে ফটোসেশন।

ঢাকা: প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ওয়ান ব্যাংক লিমিটেড। এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি ১৮ মার্চ (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। 

বুধবার (১১ মার্চ) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের ৯ মার্চে (সোমবার) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন ব্যাডমিন্টন কোর্ট কারওয়ানবাজার ঢাকায় টুর্নামেন্টের উদ্বোধন করেন।

টুর্নামেন্টে ওয়ান ব্যাংক, এইচআরসি ফ্যামেলী অব কোম্পানিজ এবং যায়যায়দিন পাবলিকেশন্সের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।