ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

ব্যাংকিং

অননুমোদিত স্থানে ব্যাংকিং চালাতে নিষেধাজ্ঞা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১৯, ২০২১
অননুমোদিত স্থানে ব্যাংকিং চালাতে নিষেধাজ্ঞা

ঢাকা: অননুমোদিত স্থানে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, কতিপয় অনুমোদিত ডিলার ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের অনুমতি ছাড়াই সেন্ট্রাল ট্রেড প্রসেসিং সেন্ট্রার বা হাব স্থাপন করে বৈদেশিক লেনদেন কার্যক্রম পরিচালনা করছে।

বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের অনুমতি ছাড়া কোনো স্থানে বৈদেশিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১৯, ২০২১
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।