ঢাকা: অবশেষে পূর্ণাঙ্গ মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রিজভী হলেন সিনিয়র যুগ্ম-মহাসচিব।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা জানান।
গত ১৯ মার্চ দলটির জাতীয় কাউন্সিলে চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় তিনি এই ৩ জনের দায়িত্ব চূড়ান্ত করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির বিদায়ী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, জাসাস সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
জেডএম/