ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘সাপের মুখে ব্যাঙ নাচাচ্ছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
‘সাপের মুখে ব্যাঙ নাচাচ্ছে সরকার’ ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাপের মুখে ব্যাঙ নাচাচ্ছে সরকার। এই সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।

তারা জনগণের ভালো চায় না। জনগণ না খেয়ে মরলেও তাদের যায় আসে না। ভোটারবিহীন সরকারের জনগণের কোনো দরকার পড়ে না।

এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি।

বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মৌলিক অধিকার, বহুদলীয় গণতন্ত্র এবং বতর্মান প্রেক্ষাপট’ শীষর্ক আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

রিজভী বলেন, ভারতকে ট্রানজিট নয়, করিডোর দেওয়া হচ্ছে। যার মাধ্যমে অনায়াসে তারা আমাদের বুকের উপর দিয়ে সবকিছু নিতে পারবে।

আয়োজক সংগঠন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্থায়ী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, এলডিপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম, স্বাধীনতা ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আজিজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, মে ২৭,২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।