ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কিশোরগঞ্জ বিএনপির যুগ্ম সম্পাদকের ৩ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
কিশোরগঞ্জ বিএনপির যুগ্ম সম্পাদকের ৩ বছর কারাদণ্ড

কিশোরগঞ্জ: দ্রুত বিচার আইনে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক ‍মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

রোববার (২৬ জুন) দুপুরে কিশোরগঞ্জের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আলাউল আকবর এ রায় দেন। তবে বিএনপি নেতা সোহেল পলাতক রয়েছেন।

এদিকে, একই মামলায় রাজিব আহম্মেদ আসাদ ও জহিরুল ইসলাম নামে দুই নেতাকেও একই সাজা দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, গত ২০১৩ সালের ২২ জুন বিরোধী দলের হরতালের সমর্থনে আসামিরা কিশোরগঞ্জের আখড়া বাজারে ইট-পাটকেল নিক্ষেপ ও ট্রাক-অটোরিকশা ভাঙচুর করেন।

পরে পুলিশ বাদী হয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা  করে। ওই মামলায় রোববার আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।