ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপিকে ‘সার্কাস পার্টি’ বলিনি: পাপিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
বিএনপিকে ‘সার্কাস পার্টি’ বলিনি: পাপিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিকে ‘সার্কাস পার্টি’ বলেননি- দাবি করেছেন দলের সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

তিনি বলেন, তার নাম ব্যবহার করে ভুয়া ফেইসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে বিএনপিকে একটি ‘সার্কাস পার্টি’ বলে অপপ্রচার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে তিনি এ দাবি করেন।

একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান পাপিয়া।

বিএনপির নবগঠিত কমিটির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক পাপিয়া বলেন, আমার কোনো ফেইসবুক আইডি নেই। কে বা কারা আমার নামে ফেইসবুকে ভুয়া আইডি খুলে বিএনপি একটি ‘সার্কাস পার্টি’ বলে অপপ্রচার চালিয়েছে যাচ্ছে। এই স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যম আমার কোনো বক্তব্য না নিয়েই সংবাদ প্রচার করে যাচ্ছে।

স্কুল জীবন থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। খালেদা জিয়া যেখানে উপযুক্ত মনে করেছেন, সেখানেই আমাকে রেখেছেন। আমি এই পর্যন্ত যা পেয়েছি- সব তার ইচ্ছায় পেয়েছি। অতীতের মতো ভবিষ্যতেও দলের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি, বলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৬
টিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।