ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিএনপি

শহীদ কাদরীর মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
শহীদ কাদরীর মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: যুক্তরাষ্ট্র প্রবাসী একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম কবি শহীদ কাদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

রোববার (২৮ আগস্ট) সকালে লং আইল্যান্ড এলাকার নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ কাদরী।

ফখরুল বলেন, কবি শহীদ কাদরীর কবিতায় মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, স্বদেশ প্রেম এবং মানবিকবোধের সম্মিলন ঘটেছে। তার মৃত্যুতে দেশ একজন প্রতিভাবান কবিকে হারালো যার অভাব সহজে পূরণ হবার নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ কাদরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।