ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে দু’দিনব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে দু’দিনব্যাপী কর্মসূচি

সিলেট: আগামী পহেলা সেপ্টেম্বর দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

সোমবার (২৯ আগস্ট) যৌথ বিবৃতি দিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রস্তুতির প্রসঙ্গে বিস্তারিত ‍জানান।

দুই দিনব্যাপী কর্মস‍ূচিতে রয়েছে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৬টায় সিলেট বিএনপি’র সব শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের হবে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে (বাদ আসর) নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন জামে মসজিদে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এনইউ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।