ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিএনপি

ভুয়া জন্মদিন পালনের মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ভুয়া জন্মদিন পালনের মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সমন

ঢাকা: ভুয়া কাগজপত্র তৈরি করে জন্মদিন পালনের মাধ্যমে অন্যের ক্ষতি সাধন করার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে মেট্রোপলিটন মোহাম্মাদ মাজহারুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, ১৯৯৬ সালে ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া মিথ্যা জন্মদিনের কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন শুরু করেন। জাতীর পিতাকে অসম্মান করে স্বাধীনতাবিরোধী সহ পরাজিতদের হাস্যরসের খোড়াক যোগাতে এ জন্মদিন পালন শুরু করেন। যা জাতীর সঙ্গে প্রতারণাস্বরূপ।

এমন অভিযোগ এনে জহিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

**ভুয়া কাগজপত্রে জন্মদিন পালন করায় খালেদা জিয়ার বিরুদ্ধে ‍মামলা

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।