ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

সোমবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর রোড দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দীন সিকদার, সহ সভাপতি মনিরুল আহসান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাট, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন প্রমুখ।

অপরদিকে, দুপুর ১২টায় সদর রোড দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ বরিশাল জেলা বিএনপির আয়োজনে পৃথক বিক্ষোভ সমাবেশের করা হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন।

প্রায় একইসময়ে অশ্বিনী কুমার হলের সামনে উত্তর বরিশাল জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির মেজবাহ উদ্দিন ফরহাদ।

বক্তারা বলেন, মিথ্যা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।