ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

তারেকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
তারেকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (০৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু এতে সভাপতিত্ব করেন।

জেলা আইনজীবী সমিতি এবং আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হকের সঞ্চালনায় মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান, মঞ্জুরুল হক বাচ্চু, আনোয়ারুল আজিজ টুটুল, সাজ্জাদুর রহমান নয়ন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।