ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

বিএনপি নেতার বোনের মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
 বিএনপি নেতার বোনের মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: বিএনপি নেতা আবদুল খালেকের ছোট বোন ফিরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (০৮ অক্টোবর) দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

এর আগে, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল খালেকের বোন ফিরোজা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার (০৭ অক্টোবর) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।

বিএনপি মহাসচিব শোকবার্তায় ফিরোজা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬

এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।