ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

প্রতিহিংসা নয়, জঙ্গি নির্মূল করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
প্রতিহিংসা নয়, জঙ্গি নির্মূল করবে বিএনপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় গিয়ে খুন-গুম ও নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, তারা (আওয়ামী লীগ) ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে। ক্ষমতা পেলে বিএনপি প্রতিহিংসা পরায়ণ হবে না।

বরং শক্ত হাতে সমূলে জঙ্গি উৎপাটন করবে।  
 
শনিবার (০৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।  
 
‘তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা’র প্রতিবাদে এ সভার আয়োজন করে দেশনেত্রী কেন্দ্রীয় ফোরাম।  

সরকারের সমালোচনা নজরুল ইসলাম বলেন, যতোদিন এ সরকার আছে ততোদিন তারেক রহমানকে নির্যাতন করা হবে এটাই স্বাভাবিক। দেশব্যাপী বিএনপির ৭ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে ৩০ হাজার মামলা দেওয়া হয়েছে।  

‘এরমধ্যে ৬৮ হাজার নেতা-কর্মী জেল কেটেছেন। তাদের প্রিয় নেতা তারেক রহমান। তার ওপর তো নির্যাতন হবেই। বিএনপির রাজনীতি করে না, কিন্তু বন্ধু-বান্ধব বিএনপির সমর্থক। তাদেরও এসব মামলার আসামি করা হয়েছে। ’
 
তিনি বলেন, ‘জনগণই সরকারকে ক্ষমতায় বসায়। কিন্তু এ সরকার জনগণকে অগ্রাহ্য করে যখন ক্ষমতা নেয়, তখন থেকেই এ ধরনের  নির্যাতন শুরু হয়। ’
 
জঙ্গি নির্মূলে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতায় গেলে জঙ্গি সম‍ূলে উৎপাটন করবে বিএনপি। জঙ্গি নেতা শায়ক আবদুর রহমান, বাংলা ভাইকে বিএনপি-ই দমন করেছে।  
 
প্রতিবাদ সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, কৃষক দল নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য দেন।  
 
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।