ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ফেনীতে যুবদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
ফেনীতে যুবদল নেতা গ্রেফতার ছবি-ফাইল ফটো

ফেনী জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য মাইন উদ্দিন আনসারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ফেনী: ফেনী জেলা যুবদলের জেষ্ঠ্য সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য মাইন উদ্দিন আনসারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে শহরের মহীপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী জেলা ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মাইন উদ্দিনের বিরুদ্ধে একটি জিআর মামলায় এক বছরের সাজা ও হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় মামলা রয়েছে।

তাকে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।