ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

ঝিনাইদহে ছাত্রদলের মিছিলে বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ঝিনাইদহে ছাত্রদলের মিছিলে বাধা ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহে পুলিশের বাধায় মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

ঝিনাইদহ: ঝিনাইদহে পুলিশের বাধায় মুখে বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে শহরের কেপি বসু সড়কে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করেন নেতাকর্মীরা।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আননেরে সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এম মজিদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।