ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

আলোচনার ভিত হতে পারে আমার প্রস্তাব: খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আলোচনার ভিত হতে পারে আমার প্রস্তাব: খালেদা ছবি: সংগৃহীত

সরকারের প্রতি দেওয়া প্রস্তাবনা আলোচনার ভিত হতে পারে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক টুইট বার্তায় খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন, ‘আলোচনার শুরুর ভিত হতে পারে বিএনপির দেওয়া প্রস্তাব। ’
 
শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৫ টা ৩৪ মিনিটে বাংলা ও ইংরেজি ভাষায় নিজের টুইটারে এ পোস্ট দেন তিনি।


 
খালেদা জিয়া তার বাংলা টুইট বার্তায় বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আমি বিএনপির প্রস্তাব তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারেন। ’
 
ইংরেজি টুইট বার্তায় তিনি বলেন, ‘I have presented a plan for an effective EC for truly fair polls talks on this basis can be initated. The government can also use this option.’
 
এর আগে  শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে গ্রহণযোগ্য, দজ্ঞ, যোগ্য, নিরপেক্ষ ও উপযুক্ত নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া।
 
রাজধানীর একটি হোটেলে বিশিষ্ট নাগরিক, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের উপস্থিতিতে উপস্থাপিত ফর্মুলায় সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কমিশন শক্তিশালীকরণে সুনির্দিষ্ট প্রস্তাব দেনি তিনি।  
পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারেরও ফর্মুলা দেওয়া হবে বলে জানান খালেদা জিয়া।
 
কিন্তু বিএনপির চেয়ারপারসন প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে সেটি প্রত্যাখ্যান করা হয়।
 
এর পর শনিবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে টুইট করলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টাম নভেম্বর ১৯, ২০১৬, আপডেট: ১৯০৮ ঘণ্টা
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।