ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

শেরপুর উপজেলা কৃষক দলের সভাপতি আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
শেরপুর উপজেলা কৃষক দলের সভাপতি আর নেই

বগুড়ার শেরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ও অঙ্কন শিল্পী সফিকুল ইসলাম সফিক আর নেই (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা কৃষক দলের সভাপতি ও অঙ্কন শিল্পী সফিকুল ইসলাম সফিক আর নেই (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের টাউন কলোনি এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেলে উপজেলার দুবলাগাড়ী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে হাসপাতাল রোডের পৌর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে সংক্ষিপ্ত স্মরণ সভায় জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান দবিবুর রহমান, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবলু, আরিফুর রহমান মিলন, শ্রমিক নেতা ইছাহাক আলী প্রমুখ বক্তব্য দেন।
 
নামাজে জানাজায় রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমবিএইচ/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad