ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

একতরফা নয়, সমঝোতার ইসি চান খালেদা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
একতরফা নয়, সমঝোতার ইসি চান খালেদা খালেদা জিয়ার টুইটের স্ক্রিনশট

পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সমঝোতার মাধ্যমে অবারও নতুন নির্বাচন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন।

ঢাকা: পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সমঝোতার মাধ্যমে অবারও নতুন নির্বাচন কমিশন গঠনের তাগিদ দিয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) এক টুইটার বার্তায় খালেদা জিয়া এ তাগিদ দেন। বিএনপিপ্রধানের টুইটে সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

এতে খালেদা জিয়া বলেন, “সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার নয় বা তুচ্ছ কোনো বিষয় এটা নয়। তাই আলোচনা দরকার, এক তরফা ইসি নয়। ”

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন সম্প্রতি কিছু প্রস্তাবনা উপস্থাপন করেন। পরে টুইট বার্তায় এই প্রস্তাবনাই শেষ কথা নয়- এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আমার উপস্থাপিত প্রস্তাবনা আলোচনা শুরুর ভিত হতে পারে। ” 

ওই প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে সরাসরি উপস্থাপনের জন্যও বিএনপি উদ্যোগ নিয়েছে। শনিবারের টুইট বার্তায় খালেদা জিয়া পরবর্তী নির্বাচন কমিশন গঠন নিয়ে সেই আলোচনার আহ্বানেরই পুনরাবৃত্তি করলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।