ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান খালেদার

ম‍ায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: ম‍ায়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশবাসী এবং সারা বিশ্বের বিবেকবান মানুষদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, “প্রতিবেশী দেশ মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতনে আমি গভীরভাবে বেদনাহত। এমন নিষ্ঠুর কার্যকলাপের নিন্দা জানাবার কোনো ভাষা নেই”।

আর একটি মানুষও হত্যাকাণ্ড, উচ্ছেদ ও নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে ম‍ায়ানমার সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।