ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ায় শ্রমিকদলের ওয়ার্ড কমিটি গঠনে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
বগুড়ায় শ্রমিকদলের ওয়ার্ড কমিটি গঠনে আলোচনা সভা

বগুড়ায় শহর শ্রমিকদলের উদ্যোগে ২০নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বগুড়া: বগুড়ায় শহর শ্রমিকদলের উদ্যোগে ২০নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (০১ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গালাপট্টিতে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

শহর শ্রমিকদলের সভাপতি লিটন শেখ বাঘার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল।  

শহর শাখার সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা আতিকুল মাহবুব সালাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইদুল কবির, সহ-সভাপতি মোশারফ হোসেন স্বপন, জেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি ফজলুল হক, হোটেল শ্রমিক দলের সভাপতি সাদেক আলী, সাধারণ সম্পাদক মজনু মিয়া প্রমুখ।

সভা শেষে খোরশেদ আলম খসরুকে সভাপতি, শফিকুল ইসলাম নান্টুকে সাধারণ সম্পাদক ও মো. নয়নকে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদিত ২০নং ওয়ার্ড শ্রমিকদলের ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনের কাগজ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এমবিএইচ/এসএনএস
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।