ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

জিয়ার মাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের হটকারিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
জিয়ার মাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের হটকারিতা ছবি: বাদল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জিয়াউর রহমানের মাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের হটকারিতা বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: জিয়াউর রহমানের মাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের হটকারিতা বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের মাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারের হটকারিতা। এটা এক ধরনের ষড়যন্ত্র। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়া সরকারের আরেক ষড়যন্ত্র। আসলে সরকার চায় বিএনপি রাজনীতি থেকে সরে দাঁড়াক।

এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন শ্যামা ওবায়েদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জেডএফ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।