ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

চাঁদাবাজি মামলায় আদালতে মেয়র মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
চাঁদাবাজি মামলায় আদালতে মেয়র মান্নান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদাবাজি মামলায় গাজীপুর আদালতে নেওয়া হয়েছে সাময়িক বরখাস্ত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে।

গাজীপুর: চাঁদাবাজি মামলায় গাজীপুর আদালতে নেওয়া হয়েছে সাময়িক বরখাস্ত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে।

রোববার (০৪ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার-১ থেকে তাকে গাজীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

কারাগারে পাটানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা।  

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরএস/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।