ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

একদিনের রিমান্ডে বরখাস্তকৃত মেয়র মান্নান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
একদিনের রিমান্ডে বরখাস্তকৃত মেয়র মান্নান

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রোববার (০৪ ডিসেম্বর) দুপুরে চাঁদাবাজি মামলায় সাময়িক বরখাস্তকৃত মেয়র মান্নানকে আদালতে হাজির করা হয়।

পরে পুলিশ পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আব্দুল হাই শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে কাশিমপুর কারাগার-১ থেকে অ্যাম্বুলেন্সে করে মান্নানকে আদালতে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।