ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

বিএনপি

খুলনা জেলা বিএনপির ‘স্বৈরাচার পতন দিবস’ পালন

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
খুলনা জেলা বিএনপির ‘স্বৈরাচার পতন দিবস’ পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে সমাবেশ করেছে খুলনা জেলা বিএনপি।

খুলনা: ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে সমাবেশ করেছে খুলনা জেলা বিএনপি।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৯৯০ সালের ০৬ ডিসেম্বর গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দিনটিকে ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালনে সারা দেশে সমাবেশ কর্মসূচির আয়োজন করছে বিএনপি।

জেলা বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খান।

সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা খান আলী মুনসুর, চৌধুরী কওসার আলী, শেখ আব্দুর রশিদ, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জি এম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, ডা. আব্দুল মজিদ, হাসনাত রিজভী মার্শাল, মোল্লা মোশারফ হোসেন মফিজ, খন্দকার ফারুক হোসেন, আনিসুর রহমান, তৈয়েবুর রহমান, উজ্জ্বল সাহা, সাইফুর রহমান মোল্লা, শামীম কবির, কামরান হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এমআরএম/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।