ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

বগুড়ার গাবতলীতে তরুণদল নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
বগুড়ার গাবতলীতে তরুণদল নেতা গ্রেফতার

বগুড়ার গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি থানা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ওরফে হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি থানা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ওরফে হাবিবকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

হাবিব পৌর সদরের পূর্বপাড়া গ্রামের মৃত মোবারক আলী আকন্দের ছেলে।

গাবতলী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া হাবিবুল্লাহ ওরফে হাবিব থানায় ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তার বিরুদ্ধে পৃথক দু’টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৬
এমবিএইচ/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।