ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিএনপি

গুলশানের আগুনের ঘটনায় ফখরুলের দুঃখ প্রকাশ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
 গুলশানের আগুনের ঘটনায় ফখরুলের দুঃখ প্রকাশ

ঢাকা: গুলশান-১ ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৪ জানুয়ারি) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

ফখরুল বলেন, ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ শতাধিক দোকান পুড়ে যাওয়া এবং মার্কেটের একটি অংশ ধসে পড়ায় আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত।

এ ঘটনায় যে ক্ষতি হয়েছে তাতে দোকান মালিক ও ব্যবসায়ীদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমি অবিলম্বে এ আগুন লাগার সূত্রপাতের কারণ অনুসন্ধানের জন্য সুষ্ঠু তদন্ত দাবি করছি।

পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো ও সাহায্য সহযোগিতার জন্য বিএনপির পক্ষ থেকে আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭

এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।