ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিএনপি

‘ডিএনসিসি’র অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত কমিটির প্রয়োজন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
‘ডিএনসিসি’র অগ্নিকাণ্ডে নিরপেক্ষ তদন্ত কমিটির প্রয়োজন’ ডিএনসিসি মার্কেট পরিদর্শনে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর/ছবি-বাংলানিউজ

ঢাকা: গুলশানে ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি মার্কেট পরিদর্শন করতে এসে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মনে যে সন্দেহ ও অভিযোগ সৃষ্টি হয়েছে তা তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ বের করা উচিত।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সর্বোচ্চ হারিয়েছেন। সিটি করপোরেশনের উচিত তাদের পুর্নব্যবস্থা করা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি দুঃখ প্রকাশ করে সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭

এসজেএ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।